সাম্প্রতিক বছর সমূহের ( ৩ বছর ) প্রধান অর্জন সমূহ:
বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বাগাতিপাড়া, নাটোর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গত ৩ বছরে ভিজিডি কার্যক্রমের মাধ্যমে 5555 জন মহিলাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 1610 জন নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। 300 জন কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা প্রদান করা হয়েছে। 26 জন নারীকে 3,85,000/- টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। সাহায্য প্রার্থী মহিলাদের পরামর্শ ও আইনী সহায়তা দেয়া হয়েছে। “জয়িতা অন্বেষণে” বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে। আত্মনির্ভরশীল করার লক্ষে 05 টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন শ্রেণীর পেশার জনগনকে নিয়ে সচেতনতা মূলক সভা, সমাবেশ, সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রায় 50 টি বাল্য বিবাহ প্রতিরোধ করা হেয়েছে। 16 টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বিতরণকৃত অনুদানের টাকার পরিমান 2,50,000/- টাকা। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস