Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অজনসমূহ

মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্জনসমূহ

 

VGD কার্যক্রমঃ এই কার্যক্রমের আওতায় নির্বাচিত উপকারভোগীদের ২৪ মাস মেয়াদী চক্রের মাধ্যমে প্রতিমাসে প্রত্যেক ভাতাভোগীকে ৩০ কেজি হারে চাল/ গম বিতরণ করা হয়ে থাকে।

চলতি অর্থবছরে সারা বাংলাদেশে মোট উপকারভোগী = ১০(দশ) লক্ষ জন।

চলতি অর্থবছরে নাটোর জেলায় মোট উপকারভোগী = ১৪,৩৭১ জন।

চলতি অর্থবছরে অত্র বাগাতিপাড়া উপজেলায় মোট উপকারভোগী = ১৯৮৫ জন।

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রমঃ এই কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ের দরিদ্র গর্ভবতী মায়েদের ২৪ মাস মেয়াদে প্রতিমাসে প্রত্যেক ভাতাভোগীকে- ৫০০/- টাকা হারে ভাতা বিতরণ করা হয়ে থাকে।

চলতি অর্থবছরে সারা বাংলাদেশে মোট উপকারভোগী = ০৫ (পাঁচ) লক্ষ জন।

চলতি অর্থবছরে নাটোর জেলায় মোট উপকারভোগী = ৬,৮২৮ জন।

চলতি অর্থবছরে অত্র বাগাতিপাড়া উপজেলায় মোট উপকারভোগী = ৬৬০ জন।

 

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কার্যক্রমঃ এই কার্যক্রমের আওতায় পৌরসভা পর্যায়ের দরিদ্র গর্ভবতী মায়েদের ২৪ মাস মেয়াদে প্রতিমাসে প্রত্যেক ভাতাভোগীকে- ৫০০/- টাকা হারে ভাতা বিতরণ করা হয়ে থাকে।

চলতি অর্থবছরে সারা বাংলাদেশে মোট উপকারভোগী = ০২ (দুই) লক্ষ জন।

চলতি অর্থবছরে নাটোর জেলায় মোট উপকারভোগী = ৩,৪০০ জন।

চলতি অর্থবছরে অত্র বাগাতিপাড়া উপজেলায় মোট উপকারভোগী = ৩০০ জন।

 

মহিলাদের আতম-কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র্ঋণ কার্যক্রমঃ

 ২০০৪ হতে ২০১৭ পর্যমত্ম ক্রমপুঞ্জিত ভাবে মোট উপকারভোগী = ২২০ জন

                                       মোট বিতরণকৃত অর্থ = ১৬,৯৫,০০০/- টাকা।

 

স্বেচছাসেবী মহিলা সংগঠনের নিবন্ধন এবং অনুদান বিতরণ কার্যক্রমঃ আবেদনের ভিত্তিতে অত্র কার্যালয় হতে স্বেচছাসেবী মহিলা সংগঠনের রেজিষ্ট্রেশন দেয়া হয় এবং রেজিষ্ট্রেশন কৃত স্বেচছাসেবী মহিলা সংগঠনকে আবেদনের ভিত্তিতে প্রতিবছর বামকপ হতে অনুদান প্রদান করা হয়।

অত্র উপজেলায় রেজিষ্ট্রেশনকৃত স্বেচছাসেবী মহিলা সংগঠনের সংখ্যা = ২২ টি

                                         মোট বিতরণকৃত অনুদানের পরিমাণ = ১৩,৬৯,৩০০/-

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ কোর্ট হতে প্রাপ্ত বিভিন্ন নারী ও শিশু নির্যাতন সংক্রামত্ম মামলার তদমত্ম পূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয় এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন আবেদন/অভিযোগের প্রেক্ষিতে তদমত্ম পূর্বক নিষ্পত্তি করা হয়।

 

বিভিন্ন জাতীয় ও আমত্মর্জাতিক দিবস পালনঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আমত্মর্জাতিক নারী দিবস, বেগম রোকেয়া দিবস, বিশব মা দিবস, জাতীয় শিশু দিবস, জাতীয় কন্যা শিশু দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সহ বিভিন্ন জাতীয় ও আমত্মর্জাতিক দিবস পালন করা হয়।